সাপ্তাহিক লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

Posted on February 22, 2025

পুঁজিবাজার ডেস্ক: বিদেয়ী সপ্তাহে (১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মাঝে গ্রামীণফোন লিমিটেড লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬০ শতাংশ।

এদিন সাপ্তাহিক লেনদেনে তৃতীয় স্থানে উঠে আশা সান লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৭৫ শতাংশ।

এছাড়াও, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ৫৪ লাখ ৯০ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৯ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস ক্রিমের ৭ কোটি ৮২ লাখ ২২ হাজার এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুডসের ৭ কোটি ১৫ লাখ।