সূচক কমলেও বেড়েছে লেনদেন

Posted on April 4, 2023

পুঁজিবাজার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩২৮টি কোম্পানির ৯ কোটি ১ লক্ষ ৪ হাজার ৩৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬৪৬ কোটি ৪৫ হাজার ৩৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩.৭৭ পয়েন্ট কমে ৬২০৯.৬৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬৮ পয়েন্ট কমে ২২০৩.০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.৭৮ পয়েন্ট কমে ১৩৪৬.০০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেমিনী সী ফড, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, আল-হাজ¦ টেক্সটাইল, জেনেক্স ইনফোসিস, বিএসসি, শাইনপুকুর সিরামিক, ইউনিক হোটেল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আজিজ পাইপস, স্টাইল ক্র্যাফট, স্ট্যান্ডার্ড সিরামিক, নর্দার্ন জুট, অ্যাপেক্স ফুডস. বিডি অটোকারস, বঙ্গজ লিঃ, দেশ গার্মেন্টস, সোনারী আঁশ ইন্ডাস্ট্রিজ ও মেঘনা সিমেন্ট।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার কনজ্যুমার, বেঙ্গল উইন্ডসোর, ইনটেক লিঃ, মেঘনা পেট, শ্যামপুর সুগার, ইউনিয়ন ক্যাপিটাল, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্র্যাকো রিফুয়েলিং ও প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬২৫৬০৩৭৯১৫৯৮.০০।