দরবৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

Posted on July 8, 2025

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ জুলাই, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে ১৫৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

এদের মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১০ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ১১৭ টাকা ১০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৩৬ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ বা ৩০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পিএলসি।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে এপেক্স স্পিনিংয়ের ৬ দশমিক ৯৮ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ টাকা ৫০ পয়সা, সি পার্ল বিচের ৬ দশমিক ৯৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৬ টাকা ৯০ পয়সা, টেকনো ড্রাগসের ৬ দশমিক ২১ শতাংশ বেড়ে হয়েছে ৩০ টাকা ৮০ পয়সা, বাংলাদেশ ল্যাম্পসের ৬ দশমিক ১১ শতাংশ বেড়ে হয়েছে ১২৫ টাকা, রূপালী ব্যাংকের ৬ দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ২৪ টাকা ৫০ পয়সা, স্টাইলক্রাফটের ৫ দশমিক ৭৩ শতাংশ বেড়ে হয়েছে ৬৪ টাকা ৫০ পয়সা এবংবিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি ৫.৬৬ শতাংশ বেড়ে হয়েছে ১১২ টাকা।