আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল মেসির

Posted on March 29, 2023

স্পোর্টস ডেস্ক : ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে শততম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। মেসির আগে ইরানের আলী দাইয়ে এবং পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ১০০তম গোলের মাইলফলকে নাম লিখিয়েছিলেন। এবার দু’জনকে ছুঁয়ে ফেললেন মেসি।

বুধবার (২৯ মার্চ) ভোরে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিওনেল মেসি, যা তাকে পৌঁছে দিয়েছে জাতীয় দলের জার্সিতে ১০০ গোলের মাইলফলকে।

ম্যাচের ২০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম এবং আন্তর্জাতিক কেরিয়ারে নিজের শততম গোল করেন মেসি। পেনাল্টি বক্সের ভেতরে জিয়োভান্নি লো সেলসোর পাস পেয়েছিলেন। তার পর কুরাসাওয়ার দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। আন্তর্জাতিক মঞ্চে রোনাল্ডোর ১২২টি গোল রয়েছে। আলি করেছেন ১০৯টি গোল। মেসির নামের পাশে এখন ১০২টি গোল।

দুর্বল কুরসাওয়ের বিরুদ্ধে ম্যাচে আগাগোড়া দাপট ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধেই মেসির হ্যাটট্রিক হয়ে যায়। আর্জেন্টিনা ৬ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে হয় আরও একটি গোল। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে একটু হালকা খেলতে দেখা গিয়েছে। প্রদর্শনী ম্যাচের প্রথমার্ধে দাপট দেখানোর পর দ্বিতীয়ার্ধে মেসিরা আর বাড়তি পরিশ্রম করতে চাননি। তবে আর্জেন্টিনার দর্শকরা দলের এই পারফরম্যান্সে উজ্জীবিত।

মেসির দ্বিতীয় গোল আসে ৩৩ মিনিটের মাথায়। পাস দিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস। মেসির তৃতীয় গোলে আবার অ্যাসিস্ট করেন সেই লো সেলসো। মাঝে এনজো ফের্নান্দেসকে গোলের পাস বাড়ান মেসি। বাকি গোলগুলি করেছেন নিকোলাস গঞ্জালেস, অ্যাঙ্খেল দি মারিয়া এবং গঞ্জালো মন্তিয়েল।

ম্যাচের পর কোচ লিয়োনেল স্কালোনি জানিয়েছেন, দুর্বল কুরাসাওকে পেয়েও হালকা ভাবে নিতে চাননি তারা। সাত গোল দিলেও আগামী দিনে আর্জেন্টিনাকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি।