অপারেশন ডেভিল হান্টে সিংগাইরে ইউপি সদস্যসহ ৭ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার

Posted on February 10, 2025

নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে মানিকগঞ্জের সিংগাইরে এক ইউপি সদস্যসহ ৭ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে পৃথক দুইটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সিংগাইর থানার এসআই আ: মুত্তালিব এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী সাভার ও সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ও রামচন্দ্রপুর ধাইরা পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রিয়াজ (৩৭), আলিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০), বকচর গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), রাজনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৯), চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান শিবলু (৪৬), চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের মৃত ফরমানের ছেলে দেওয়ান মজনু (৫৪) ও ধল্লা ইউনিয়নের ধল্লা-মধ্যপাড়া গ্রামের মৃত হাজী বিল্লালের ছেলে আব্দুস সামাদ (৫০)।

গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছেন। এর মধ্যে মজনুকে সিংগাইর বাসস্ট্যান্ড প্যারামাউন্ট মার্কেটের সামনে কলেজ ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা ও বিস্ফোরকদ্রব্য এবং বাকি ৬ জনকে ধল্লা পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখনো হয়েছে।

এদিকে, সোমবার দুপুরে প্রিজন ভ্যানে গ্রেপ্তারকৃতদের কোর্টে প্রেরণের সময় সিংগাইর থানা চত্বর ও আশপাশের এলাকায় স্বজনদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। তাদের পরিবারের দাবি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন হয়রানি বন্ধের জোর দাবিও জানান তারা।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।