![]() |

ইমা এলিস, নিউ ইয়র্ক: শনিবার গভীর রাতে ব্রুকলিনে একটি সুইট সিক্সটিন (১৬তম জন্মদিন) পার্টির পর গুলিতে ছয় কিশোর আহত হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ সুত্রে তথ্য জানা গেছে।
রোববার ভোর প্রায় ১টার দিকে, জন্মদিনের পার্টি শেষ হওয়ার প্রায় ২০ মিনিট পর, সাইপ্রেস হিলস এলাকার একটি ইভেন্ট স্পেসে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে রয়েছে দুইজন ১৫ বছর বয়সী কিশোরী, একজন ১৫ বছর বয়সী কিশোর, দুইজন ১৬ বছর বয়সী কিশোর এবং একজন ১৭ বছর বয়সী কিশোর। সবাইকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মুখোশ ও কালো পোশাক পরা দুই পুরুষ সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, যাদের ঘটনাস্থল থেকে দৌড়ে পালাতে দেখা গেছে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, সন্দেহভাজনরা আটলান্টিক অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী গুলি ছুড়ে পরে অ্যাশফোর্ড অ্যাভিনিউয়ের দিকে উত্তরমুখী হয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়। ঘটনার সঠিক উদ্দেশ্য এখনো অজানা, তবে এটি গ্যাং-সম্পর্কিত বলে মনে হচ্ছে।
অ্যাশফোর্ড স্ট্রিট ও আটলান্টিক অ্যাভিনিউয়ের কোণে অবস্থিত ভেন্যুটির মালিক প্রতিষ্ঠান বুরবুজা ইভেন্টস জানিয়েছে, ভেন্যুর ভেতরে কোনো গুলি ছোড়া হয়নি।
এক বিবৃতিতে বুরবুজা ইভেন্টসের ব্যবস্থাপনা জানায়, আমাদের ব্যবস্থাপনা দল কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং এনওয়াইপিডি ৭৫তম প্রিসিঙ্কট ও ব্রুকলিন নর্থ নাইট ওয়াচের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং সবার দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করি। ঠিক কী কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| নিউইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ https://corporatesangbad.com/529005/ |