সিনেমার শুটিং শেষ না হতেই চড়া মূল্যে ‘প্রিয়তমা’র হল বুকিং!

Posted on June 15, 2023

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে বাংলা সিমেনার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবি। এ সিনেমার শুটিং এখনো শেষ হয়নি, অথচ তারমধ্যেই চলছে হল বুকিং! এমনটা বাংলা সিনেমায় নিকট অতীতে কে কবে শুনেছেন?

অথচ হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’র শুটিং চলছে। গান ও অ্যাকশনের দৃশ্য ধারণ বাকি, অথচ নির্মিতব্য ছবিটির চলছে হল বুকিং! এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা হিমেল আশরাফ।

সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি মুক্তির দুই সপ্তাহ আগেই ‘চড়া মূল্যে’ বুকিং শুরু হয়েছে। নির্মাতা জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে।

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর)সহ আরও বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে ‘প্রিয়তমা’ বুকিং করেছে। ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা জানান, এসব হলগুলো অতীতে এত টাকা দিয়ে কোনো ছবি নেয়নি।

হিমেল আশরাফ বলেন, আড়াই লাখ রেন্টালে থাকা হলে তিন লাখ, যে সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার রেন্টালে ছবি নিয়েছে আগে সেখানে দেয়া হচ্ছে আড়াই লাখে! সিঙ্গেল স্ক্রিনের এসব হলে আজ পর্যন্ত এতো টাকায় ছবি নেয়নি বুকিং এজেন্টরা, যেটা দিয়ে ‘প্রিয়তমা’ নিচ্ছে।

“পাশাপাশি দুই হল থাকলে দুই হল থেকেই ‘প্রিয়তমা’ চাচ্ছে। কিশোরগঞ্জের দুই হল থেকে এমনও বলছে, টাকা বেশী লাগলে নেন, কিন্তু প্রিয়তমা দেন।”

মঙ্গলবার (১৩ জুন) ‘প্রিয়তমা’র হল বুকিংয়ের সময় ছবির প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের সঙ্গে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয়তমা হাই রেন্টালে বুকিং হচ্ছে। মনে হচ্ছে শাকিবের শুরুর দিকের সেই ক্রেজ ফিরে আসছে। সিনেমায় যখন সুদিন তখন ঈদের আগে এমন চিত্র দেখা যেত। বহু বছর পর ‘প্রিয়তমা’র কারণে মনে হচ্ছে সত্যি সত্যি সিনেমার সুদিন ফিরে আসছে!

অন্য ছবির গান ও টিজার দিয়ে নজর কাড়ার পরে সিনেমা হল মালিক এবং দর্শকরা আগ্রহী হয়ে ওঠেন। সেখানে শাকিবের এ ছবির একটি মাত্র লুক পোস্টার ছাড়া কিছু প্রকাশ হয়নি, তাতেই এমন আগ্রহ- যা দেখে ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরাই বিস্মিত!

হিমেল আশরাফ বলেন, সিনেমা হল মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।