![]() |
বিনোদন ডেস্ক : অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘বরবাদ’। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে সিনেমাটি।
এর আগে বরবাদের কিছু দৃশ্যের বিষয়ে আপত্তি থাকায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ফেরত আসে। দৃশ্যগুলো সম্পাদনা করে মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমাটি।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা বলেন, ‘দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাইমিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিতে কোনও বাধা নেই।’
‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানান, সোমবার ‘বরবাদ’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড-এ জমা দেন। এদিন ছবিটি দেখে বোর্ড সদস্যরা কিছু পর্যবেক্ষণ দেন। আমরা এই ছবির সংশোধিত ভার্সন জমা দিলে পুনরায় বোর্ড সদস্যরা ছবিটিকে দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন।
জানা গেছে, সিনেমাটিকে ইউ গ্রেডে সনদপত্র দেওয়া হচ্ছে।
শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’-এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু প্রমুখ।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অবশেষে ঈদে মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘বরবাদ’ https://corporatesangbad.com/507184/ |