কুয়াকাটা পৌরসভার রাস্তা সংস্কারে চলছে অনিয়ম

Posted on May 16, 2024

পটুয়াখালী প্রতিনিধি : বুধবার (১৬ মে) কুয়াকাটা পৌরসভার রাস্তা সংস্কারের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে সংস্কার কাজে। এছাড়া পরিমান মত প্রাইমকোর্ট ছাড়াই চলছে ঢালাইয়ের কাজ। ফলে কিছু দিনের মধ্যেই কার্পেটিং ওঠে যাওয়ার শঙ্কায় রয়েছে স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট লাগোয়া হোটেল নীলাঞ্জনার সামনে থেকে পাঞ্জুপাড়া পর্যন্ত ২৮০০ ফুট রাস্তা সংস্কারে এ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে। দরপত্র অনুযায়ী সাগর এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেলেও কাজ করছেন পৌর মেয়র আনোয়ার হাওলাদার। পৌর মেয়র নিজের আখের গোছাতে কৌশলগতভাবে বিভিন্ন নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের অনকূলে কাজ নিয়ে নিজের আত্মীয় স্বজনদের মাধ্যমে তার খেয়াল খুশিমত কাজ করে যাচ্ছেন এমন অভিযোগ স্থানীয়দের।

কুয়াকাটা পৌরসভা সূত্রে জানাযায়, ২০২৩-২৪ অর্থ বছরে রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করে কুয়াকাটা পৌরসভা। এতে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কাজটি পান কলাপাড়ার সাগর এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু তাদের নিকট থেকে কাজটি ক্রয় করেন কুয়াকাটা পৌর মেয়রের ভাতিজা মোঃ আবুবকর। চাচা মেয়র-ভাতিজা ঠিকাদার এই শক্তি কাজে লাগিয়ে কাজের শুরুতেই অনিয়ম ও নিম্নমানের সামগ্রি দিয়ে চলছে রাস্তা সংস্কারের কাজ।

কুয়াকাটার স্থানীয়রা বলেন, এই রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা ছিলো। চলাচলে আমারা খুবই দূূর্ভোগ পোহাতাম। রাস্তাটির সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি হই। তবে কাজ করা হচ্ছে নিম্ন মানের ইটের খোয়া দিয়ে। ঠিকমতো প্রাইমকোর্ট দেয়া হচ্ছে না। যার ফলে কিছু দিনের মধ্যে খানা খন্দকের সৃষ্টি হয়ে আগের মতোই দূর্ভোগ পোহাতে হবে।

কলাপাড়ার সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রফিক বলেন, আমি কাজটি কুয়াকাটার আবুবকরের কাজে বিক্রি করে দিয়েছি, এখন তারা কিবাবে কি করে তা আমি জানি না।

ক্রয়কৃত ঠিকাদার মোঃ আবুবকর বলেন, রাস্তা সংস্কারের কাজ নিয়ম অনুসারেই চলছে। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, প্রাইমকোর্ট দেয়া হয় যাতে কোন পোকা মাকড় থাকলে তা মরে যায় সে জন্য কার্পেটিং এর কাজ সঠিকভাবেই করা হচ্ছে।