তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলার মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে ভোক্তা অধিদপ্তরের এক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মৌলভীবাজার জেলা সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় বাব ব্রিকস ফিল্ডে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনায় দেখা যায় নির্ধারিত সাইজের ইট তৈরি না করা, কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করা এ গ্ৰেড, বি গ্ৰেড ,সি গ্ৰেড এর সঠিকভাবে আলাদা না রাখা সহ বিভিন্ন অনিয়মের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্বে জেলা সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন অনিয়ম ও ভোক্তাদের সঠিকভাবে পন্য তদারকি ও মনিটরিং এর স্বার্থে পরিচালনার জন্য এমন অভিযান চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জুড়ীতে ইটভাটায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা https://corporatesangbad.com/3165/ |