তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হাজীপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন- ওই ইউনিয়নের জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), তানু মিয়া (৪২), বাছিত মিয়া (৩৫), লায়েছ মিয়া (৫০), আলাল মিয়া (৪০), জনু মিয়া (৩৫), জিতু মিয়া (৪০) ও তারেক মিয়া (২৭)।
থানা সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হাজীপুর ইউনিয়ন এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই আব্দুল আলীমসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাজীপুরের পাইকপাড়া বাজারস্থ জনৈক জামিল আহমদ চৌধুরী সাবুর গাড়ির গ্যারেজের ভেতর থেকে ৮ জুয়াড়িকে সরঞ্জামাদিসহ আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন রংয়ের ২০৮টি তাস ও নগদ ২০ হাজার ৫শত টাকা জব্দ করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক জানান, আটককৃতদের সোমবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কুলাউড়ায় ৮ জুয়াড়ি আটক https://corporatesangbad.com/22856/ |