সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় মিয়ারাজ হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার দক্ষিশ শ্রীপুর ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীপুর এলাকার এক ব্যক্তি (৩৫) ও তার স্ত্রী (২৮) শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় আসামী মিয়ারাজ হোসেন গোপনে জানালা দিয়ে তাদের অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য মোবাইলে ধারন করেন।
এবং পরবর্তীতে গত ৩ এপ্রিল সকাল ১১ টার দিকে গৃহবধূর বাড়িতে কেউ না থানার সুযোগে আসামি ভুক্তভোগী গৃহবধূকে ওই ভিডিও দেখায়। ওই গৃহবধূ ভিডিও ডিলেট করে দিতে অনুরোধ করলে তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতে বলে। এবং নগদ ৫০ হাজার টাকা দাবী করেন আসমী মিয়ারাজ। তা নাহলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিবে বলে হুমকি প্রদান করে।
পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে তিনিও আসামিকে ভিডিও ডিলেট করে দিতে বললে আসামি ৫০ হাজার টাকা দাবি করে।
ওই ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি ৬ এপ্রিল কালিগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) পুলিশ অভিযান চালিয়ে আসামি মিয়ারাজকে আটক করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরার কালিগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় যুবক আটক https://corporatesangbad.com/23434/ |