বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বাড়িতে ঢোকার সময় এক আ. লীগ নেতার ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে বলে জানা গেছে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রাফসান বাবু (৩০)। তিনি বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের ছেলে।
আহত রাফসানের মা পান্না খাতুন বলেন, ‘রাফসান রাতে প্রাইভেটকার রেখে বাড়িতে ঢুকছিল। এ সময় হঠাৎ কে বা কারা ওকে চার রাউন্ড গুলি করে। রাফসানের চিৎকার শুনে সেখানে গিয়ে ওকে দরজার সামনে পড়ে থাকতে দেখি।’
রাফসানের বাবা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমরা দোতলায় শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২টায় রাফসানের চিৎকারে গেটে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর ডান হাতে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওই রাতেই রাফসানকে নিয়ে থানায় দেখিয়ে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘রাফসান এখন আশঙ্কামুক্ত। খুলনার সিটি হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’
এ ঘটনায় যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যশোরের ঝিকরগাছায় আ.লীগ নেতার ছেলে গুলিবিদ্ধ https://corporatesangbad.com/31074/ |