মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছে।
বুধবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ফরহাদ লক্ষীপুরের নাজেরহাট এলাকার মো. মোস্তাফার ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই বন্ধু কক্সবাজার থেকে ভ্রমণ শেষ ঘরে ফেরার পথে চকরিয়ার উপজেলা হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভান্ডারিরডেবা এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ফরহাদ নিহত হয়। এসময় আহত হয় অপর বন্ধু। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হারবাং হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হারবাং হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত https://corporatesangbad.com/32392/ |