সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী শহরের কাউরিয়াপাড়া কবরস্থানে বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ কাউরিয়াপাড়া কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে।নিহত হৃদয় মিয়া নরসিংদী শহরের ৭ নং ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ধারনা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় হৃদয় মিয়া কবরস্থানের ভিতরে গিয়ে কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করছিল। এসময় সে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভিতরে শিশুরা খেলা করতে গেলে তার লাশ দেখতে পায়। পরে সেখানকার নিরাপত্তা কর্মী বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক মো: কামরজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবি, সে বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করতো। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছিল সে। প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নরসিংদীতে কবরস্থানের তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে একজন নিহত https://corporatesangbad.com/33746/ |