![]() |

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের রমজান আলী কাজের সুবাদে ঢাকায় থাকেন। এ সুযোগে নিজ গ্রামে তার চাচাতো ভাই সাদ্দামের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় স্ত্রী সোহলী আক্তার। চার দিন আগে সোহেলী ও সাদ্দাম পরকীয়া সম্পর্কে জড়ালে তা দেখে ফেলে ভাতিজা ইকবাল। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় সাদ্দাম ও তার ভাতিজা ইকবালের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে সাদ্দাম ও ইকবালের পরিবারের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবালের পেটে ছুরিকাঘাত করেন সাদ্দাম বলে জানায় নিহতের পরিবার। এ সময় আহত হন আরও তিনজন।পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, ‘দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ইকবালকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত সাদ্দাম বাড়ি থেকে পালিয়েছে। তাকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।’
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দেবর-ভাবির পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় ভাতিজাকে হত্যা https://corporatesangbad.com/524321/ |