খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Posted on February 17, 2024

আহসান আলম চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শাহরিয়ার আনাস (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫-০২-২৪) দুপুরে চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে যান শাহরিয়ার আনাস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনাম আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক। দুই ভাইয়ের মধ্যে শাহরিয়ার আনাস ছিল বড়। চট্রগ্রামের মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে শাহরিয়ার আনাস ঢাকা থেকে তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুরতে যায়। বৃহস্পতিবার বিকেলে খবর পাই ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে শাহরিয়ার আনাস নিহত হয়েছে। মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।