ফুলবাড়িয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত বাসচালকের মৃত্যু

Posted on November 11, 2025

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে মোঃ জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১০ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোঃ জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

ওসি বলেন, ‌‘পার্কিং করা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘুমন্ত চালক জুলহাস দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান।’

তবে বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী ও তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

ওসি রোকুনুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।