চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা

Posted on January 9, 2023

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। অভিযানে ৪টি প্রতিষ্ঠান মালিককে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এ সময় তিনি বলেন, সোমবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজারে বিভিন্ন হোটেল, ফার্মেসী, সার-বীজ-কীটনাশক, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও বিক্রি এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স অর্জুন হোটেলের মালিক অর্জুন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অর্জুন হোটেল ৩ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অপরাধে মেসার্স সাহা ট্রেডার্সের মালিক শওকত ইসলামকে ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই মিষ্টি তৈরি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৩ ধারায় মেসার্স শ্যামল মিষ্টান্ন ভান্ডারের মালিক বিশ্বজিৎ সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে ওই প্রতিষ্ঠান ৩ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, নুডুলস ও অন্যান্য পণ্য বিক্রির অপরাধে মেসার্স সাহা সুইটস’র মালিক তারিক ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। সবাইকে সতর্ক করাসহ আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।
অভিযানে সার্বিক সহযোগীতা করেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিন ও এসআই পলাশের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।