শেরপুরে বন্যায় নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার

Posted on September 19, 2025

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া হুমায়ুন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চেল্লাখালি নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতের টানে ভেসে যায় হুমায়ুন। পরে খবর পেয়ে বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে দীর্ঘ চেষ্টার পরও সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাত ৯টার দিকে বুরুঙ্গা ব্রিজের ৩০০ মিটার ভাটিতে কলমি জড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

এদিকে বিকেলে ঝিনাইগাতি উপজেলার ডাকাবর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ এর কিশোর ছেলে ইসমাইল তামাগাঁও এলাকায় মহারশি নদীতে ভেসে আসা গাছ ধরতে নেমে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে ঝিনাইগাতি সদর ব্রিজের পূর্বপাড়ে স্থানীয় এক কৃষক ঢল পরবর্তী তার ধানক্ষেত দেখতে যান। এসময় ওই ধানক্ষেতে ইসমাইলের মরদেহ পাওয়া যায়