টেকনাফে সমুদ্রস্নানে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

Posted on November 24, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে সমুদ্রস্নানে নেমে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানার সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ শিশু পার্কের দক্ষিণে খুনকার পাড়া নারিকেল বাগান ঘাটে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, খুনকারপাড়ার মৌলভী ইলিয়াসের মাদ্রাসার হেফজ বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী সমুদ্রতীরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তিন শিক্ষার্থী সমুদ্রের পানিতে গোসল করতে নামে। তীব্র স্রোতের কারণে তিনজনই পানিতে তলিয়ে যায়।

ওই তিন শিক্ষার্থী হলেন, আবুল কালামের ছেলে নুর কামাল। মোহাম্মদ নজির এর ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান (১২)।

স্থানীয়দের সহায়তায় নূর কামালকে অচেতন অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নজরুল ইসলাম ও ইমরান এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।