ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে নারীর মৃত্যু

Posted on September 27, 2025

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশের ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেলসেতু দিয়ে গাজীপুরের কালিগঞ্জ থেকে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। ঘোড়াশালের কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক হতে ঢাকাগামী একটি ট্রেনের নীচে কাটাপড়েন তিনি। খবর পেয়ে সেতুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার তৎপরতা শুর করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করতে পারেনি বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নাজিমুদ্দিন।