![]() |
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :- ‘ঈদুল ফিতর’ মুসলমানদের জন্য এটি খুশির দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পারস্পারিক কুশল বিনিময় ও কোলাকুলির জন্য ব্যস্ত হয়ে পড়েন তারা, তাইতো ছুঁটে আসেন ঈদগাহ ময়দানে। দুই রাকাত ফরজ নামাজ শেষে দোয়া করবেন সারাবিশ্বের মুসলিমদের কল্যাণে।
সিয়াম সাধনার মাস প্রায় শেষ। চাঁদ দেখার পর প্রথম ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা ছুটবেন ঈদগাহ ময়দানে। তাই বেশ উৎসাহ-উদ্দীপনা নিয়ে নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে এবারই প্রথম বেনাপোল বলফিল্ড ময়দান।
এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পর বেনাপোল পৌরবাসী একসঙ্গে ঈদের জামায়েত করতে যাচ্ছে । আর একাজটি সফল করতে মাঠ সাজানো-গোছানোর দায়িত্ব নিয়েছে বেনাপোল পৌরসভা। যেখানে নেতৃত্ব দিচ্ছেন দায়িত্বে থাকা বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।
ইতোপূর্বে পরিচ্ছন্ন কর্মী দ্বারা মাঠ পরিস্কারের সকল ব্যবস্থা শেষ হয়েছে। নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বলফিল্ড’কে। বেনাপোল পৌর গন্ডির মধ্যে অবস্থিত বেনাপোল-যশোর মহাসড়ক সংলগ্ন মাঠটির সম্মুখ ভাগে ইংরেজী বর্ণমালা স্থাপত্যের কারুকার্যে লেখা হয়েছে “আই লাভ বেনাপোল”। যা সকলকে আকৃষ্ট করেছে। মাঠের পরিচর্যায় সার্বক্ষনিক নিয়োজিত আছেন পরিচ্ছন্ন কর্মীরা। রোববার (৩০ মার্চ) সকালে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে। মাঠের প্রস্তুতি প্রায় সম্পন্ন, দৃশ্যতঃ কাজ প্রায় সমাপ্তের পথে, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রায় দশ হাজার মুসল্লি এই মাঠে নামাজ আদায় করতে পারবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সে কারনে পৌরবাসী ছাড়াও শার্শা উপজেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিগণ নামাজ আদায়ের জন্য এ মাঠটি’তে সমবেত হবেন বলে সুত্রটি জানিয়েছে।
ঈদ নামাজের সময় সকাল সাড়ে ৮ টা। নামাজে ইমামতি করবেন-বেনাপোল বাজার মসজিদের পেশ ইমাম মুফতি ওমর ফারুক।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
এবারই প্রথম ঈদের নামাজের জন্য প্রস্তুত বেনাপোল বলফিল্ড ময়দান https://corporatesangbad.com/507344/ |