তিমির বনিক, স্টাফ রিপোর্টার: পন্য ভূমি সিলেটে সরকারি ভাতা ও রেশন কার্ডের সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার হোটেল রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ২৪০ টাকা, মোবাইল ফোন, এনআইডি কার্ডের কপি জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখার বরাতে বিষয়টি নিশ্চিত করে জানায়- প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ মানুষকে সরকারি ভাতা ও রেশন কার্ডের কথা বলে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
তাদের প্রতারণার শিকার একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে দুইলাখ ২০ হাজার ২ শত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভাতা ও রেশন কার্ডের সুবিধার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎ https://corporatesangbad.com/56355/ |