সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জের মালতি নগর গ্রামে মংস্যচাষির পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় দশ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মংস্য চাষী মো: ইসমাইল হোসেন, দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছে।
রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যায়। দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তার পুকুরে বিষ (গ্যাস ট্যাবলেট) প্রয়োগ করে'। সকালে সে পুকুরে গিয়ে দেখতে পায় অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানান। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রায়গঞ্জে পুকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন https://corporatesangbad.com/38708/ |