![]() |

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এর ১২তম আসরে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন-প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগীয় সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিএসবি-এর সভাপতি হোসেন সাদাত এফসিএস। এছাড়াও কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ডিং চার্টারের সারসংক্ষেপ উপস্থাপন করেন আইসিএসবি-এর কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস।
আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৪ সালে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্পোরেট গভর্ন্যান্স কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কর্মকান্ড পরিচালনার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল 'প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স'।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড কেবল একটি স্বীকৃতি নয়, এটি বরং আমাদের দেশে উৎকৃষ্ট কর্পোরেট গভর্ন্যান্স চর্চার একটি মানদণ্ড। এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে আইসিএসবি ভবিষ্যত বাংলাদেশে আরও দায়িত্বশীল ও আধুনিক কর্পোরেট সংস্কৃতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমি মনে করি’।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘সার্বিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক ও সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে হলে কর্পোরেট কালচারে শক্তিশালী গভর্ন্যান্স নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। আর তা নিশ্চিত করতেই গত কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আইসিএসবি’।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসিত প্রতিষ্ঠানসমূহ দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি জাতীয় উন্নয়ন বজায় রাখতেও অবদান রাখে। এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানগুলোকে কর্পোরেট গভর্ন্যান্সের উৎকর্ষতা ধরে রাখতে ও অভ্যন্তরীণ সুশাসন নিশ্চিত করতে অনুপ্রাণিত করে’।
অর্থ বিভাগের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব নিশ্চিত করার মাধ্যমে শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হিসেবে কাজ করে। এটি এমন একটি কৌশলগত শক্তি, যা প্রতিষ্ঠানের ওপর অংশীদারদের আস্থা তৈরি করে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সাফল্য নিশ্চিত করে’।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ‘বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখে শক্তিশালী গভর্ন্যান্স। এ ধরনের আয়োজন প্রতিষ্ঠানগুলোর গভর্ন্যান্স আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করে, পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগের দুয়ারও উন্মোচিত করতে সাহায্য করে’।
এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, ‘কর্পোরেট গভর্ন্যান্স হলো যেকোনো প্রতিষ্ঠানে আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তি। আইসিএসবি কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ডের মতো স্বীকৃতি কমপ্লায়েন্স ও নৈতিক ব্যবস্থাপনা উন্নত করে বিনিয়োগকারীদের আস্থা এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করে’।
অতিথিদের ধন্যবাদ জানিয়ে আইসিএসবির সভাপতি হোসেন সাদাত এফসিএস বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আইসিএসবি বাংলাদেশের কর্পোরেট খাতে একটি শক্তিশালী গভর্ন্যান্স সংস্কৃতি গড়ে তুলতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশিষ্টজন, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বাংলাদেশের কর্পোরেট সেক্টরের গভর্ন্যান্স প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে আইসিএসবি-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| আইসিএসবি’র কর্পোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড পেলো ৪৩ প্রতিষ্ঠান https://corporatesangbad.com/528996/ |