আইসিএবি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন

Posted on January 6, 2023

নিজস্ব প্রতিবেদক : দেশের হিসাব পেশার বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে আইসিএবি’র অবদান কোন অংশে কম নয়। হিসাব পেশার নিয়ন্ত্রণ, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের অংশীদার দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) নানা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) উদযাপন করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আতশবাজি, শুক্রবার কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে আইসিএবি।

আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি সকালে র‌্যালিটি উদ্বোধন করেন। বিকালে ‘আইসিএবি’র ৫০ বছর : মূল্যায়ন ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় অংশ নেন মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল; শরিফা খান, সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি); মো. জসিম উদ্দিন, সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই); আইসিএবি’র প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মো. ইয়াসিন মিয়া এফসিএ, এমবিএম লুৎফুল হাদী এফসিএ, ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) উদযাপন কমিটির চেয়াম্যান ও কাউন্সিল মেম্বার মো. হুমায়ুন কবীর এফসিএ, সাবেক প্রেসিডেন্ট ও কাউন্সিল মেম্বার মো. শাহাদাৎ হোসেন এফসিএ, মাহমুদুল হাসান খসরু এফসিএ, কাউন্সিল মেম্বার সাব্বির আহমেদ এফসিএ, মো. আব্দুল কাদের জোয়াদ্দার এফসিএ, মো. মুহাম্মদ ফোরকান উদ্দীণ এফসিএ, মাহমুদ হোসেন এফসিএ, ফৌজিয়া হক এফসিএ, মারিয়া হাওলাদার এফসিএ এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রেসিডেন্টগণ । আইসিএবি’র সিইও শুভাশীষ বসু সমাপনী বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক উন্নয়নে আইসিএবি’র বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন- আইসিএবি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। দেশের হিসাব পেশার বিকাশ ও অর্থনৈতিক উন্নয়নে আইসিএবি’র অবদান কোন অংশে কম নয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, সঠিক হিসাব ব্যবস্থা, নিরীক্ষা অনুশীলন নিশ্চিত করা, সামগ্রিকভাবে হিসাবরক্ষকদের পেশা নিয়ন্ত্রণ এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলির তদারকি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং-২ অব ১৯৭৩) এর মাধ্যমে ১৯৭৩ সালের ৬ জানুয়ারি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি) প্রতিষ্ঠা করেন।

মো. হুমায়ুন কবির এফসিএ, কাউন্সিল মেম্বার এবং আইসিএবি’র ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে আইসিএবি-এর অবদান বহুমুখী, সুদূরপ্রসারী এবং গভীর । গত ৫০ বছরে, আইসিএবি ৪০,০০০ দক্ষ পেশাদারদের সংগঠনে পরিণত হয়েছে। তাদের মধ্যে ২,০০০ বিশ্বমানের যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ৬,০০০ পার্ট (লেভেল) প্রফেশনাল , ৮,০০০ পেপার পাস, ১৭,০০০ কোর্স সম্পন্ন প্রশিক্ষিত পেশাদার এবং বাকি ৭,০০০ বর্তমানে সিএ ফার্মগুলির সাথে পূর্ণকালীন প্রশিক্ষণের অধীনে রয়েছে। তিনি বলেন, মার্কেট প্লেসের পারফরম্যান্সের মাপকাঠি পূরণের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের দক্ষতার সেট এবং দক্ষতা বাড়াতে আমাদের পাঠ্যক্রম এবং সিপিডি প্রোগ্রামগুলোকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আইসিএবি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা সারা বছর সম্মেলন, সেমিনার, আলোচনা সভা, টক শোর আয়োজন করব, যা স্বচ্ছতা, জবাবদিহিতা, সম্পদের দক্ষ ও কার্যকর ব্যবহার, এফডিআই আকর্ষণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অবদান, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, আইন ও প্রবিধান প্রণয়ন, এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ, এসডিজি এবং ২০৪১ লক্ষ্য বাস্তবায়ন, ব্যবস্থাপক হিসাবে ব্যবসায় ভূমিকা, ঝুঁকি সনাক্তকরণ, প্রশমন এবং অন্যান্য নিয়ন্ত্রক ও প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার প্রয়োজনীয়তা, জনসাধারণের সুরক্ষা ইত্যাদি বিষয় তুলে ধরবে । তিনি জানান, দেশ-বিদেশের বিশিষ্ট পেপার উপস্থাপক এবং প্যানেলিস্টরা এসকল আলোচনা সভায় অংশ নিবেন।

আইসিএবি সভাপতি মনিরুজ্জামান এফসিএ বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা অর্থনীতিতে বহুমুখী ভূমিকা পালন করছে। তারা নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয়তা অনুযায়ী অডিট, ট্যাক্সেশন কমপ্লায়েন্স, বিভিন্ন প্রত্যয়ন এনগেজমেন্টের মত বিভিন্ন বিধিবদ্ধ পরিষেবা প্রদান করে। আয়কর এবং ভ্যাট, কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, বীমা আইন, বিএসইসি প্রবিধান, শ্রম আইন ইত্যাদির মতো বিভিন্ন প্রবিধানের সাথে সম্মতি নিশ্চিত করার জন্য সিএ দ্বারা প্রদত্ত পরিষেবাগুলি কেবল অর্থনৈতিক শৃঙ্খলা আনয়নই নয় বরং উচ্চ রাজস্ব সংগ্রহে সরকারকে সরাসরি সহায়তা করে আসছে বলে তিনি মন্তব্য করেন।

এখন আইসিএবি সম্পূর্ণরূপে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস (আইসিএইডব্লিউ) এর একাডেমিক পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করেছে। আইসিএবি’র যোগ্য সদস্যরা সরাসরি ইংল্যান্ড ইনস্টিটিউটের সদস্য হতে পারবেন এবং সেখানে অনুশীলন করতে পারবেন, বাংলাদেশে আইসিএইডব্লিউ এর সাথে অন্য কোন প্রতিষ্ঠানের এমন ব্যবস্থা নেই। আইসএবি এর চার্টার্ড ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্স (সিআইপিএফএ), ইউকে, সিপিএ অস্ট্রেলিয়ার সাথে এমপিএ এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CAANZ) এর সাথে কিছু সমঝোতা স্মারক (এমওইউ)/মেম্বারশিপ পাথওয়ে চুক্তি স্বাক্ষর করেছে। আইসিএবি সদস্যরা এই আন্তর্জাতিক ইনস্টিটিউটেরও সদস্য হতে পারেন।

৬ জানুয়ারি ২০২৩ দি ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) প্রতিষ্ঠার ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) উদযাপন করছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি সিএ ভবনে কেক কেটে ও আকাশে বেলুন উড়িয়ে একটি র‌্যালি উদ্বোধন করেন। শুক্রবার সকালে রাজধানী কাওরান বাজারে সিএ ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয় এবং হাতিরঝিল, কাওরান বাজার ও তদসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে, সিএ ভবনে এসে শেষ হয়।