সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ লাইন সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম রেজা নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এ-দুর্ঘটনা ঘটে। এরপর কাজিপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কাজিপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থাকা কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত লাইন শ্রমিক উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে, চকপাড়া গ্রামের বাসিন্দা। এবং সেই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতের স্ত্রী স্বর্না খাতুন এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি') মামলা দায়ের করেছেন। এ দুর্ঘটনায় আরেকজন কর্মীও আহত হয়েছেন।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাজিপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু https://corporatesangbad.com/473890/ |