এভারকেয়ারের কাছে হেলিকপ্টার ওঠানামা করবে, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

Posted on December 3, 2025

কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের প্রটোকল অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। বিষয়টি নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার।  

বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নির্ধারিত নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই কার্যক্রম চলবে। একই সঙ্গে পরীক্ষামূলক উড্ডয়নকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে সোমবার (১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকারের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন জারির পর থেকেই খালেদা জিয়া এসএসএফের অধীনে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধার আওতায় রয়েছেন। তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় হাসপাতালে অবস্থানের সময় নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন:

ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে জাতীয় নির্বাচন: ইসি সানাউল্লাহ

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক