ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Posted on December 21, 2024

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্দ্যোগে ঢাকা সেন্ট্রাল, কুমিল্লা, খুলনা, রংপুর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণজোনের এজেন্ট আউটলেটসমূহের সত্বাধিকারী, ইনচার্জ ও এজেন্ট কর্মকর্তাদের জন্য সাইবার সিকিউরিটি সচেতনতামূলক কর্মশালা “সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এজেন্ট ব্যাংকিং” গত ১৯ ডিসেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল লাইছ মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মোসলেহ উদ্দীন। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন এজেন্ট আউটলেটের ৯৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।