সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on August 28, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২৫ কোটি ৬০ লক্ষ ৮৩ হাজার ৭৮৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৯৮ কোটি ৬৪ লক্ষ ৮০ হাজার ৮৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৭০.৯৩ পয়েন্ট বেড়ে ৫৭৫৬.৭১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩০.৪৬ পয়েন্ট বেড়ে ২১১৭.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.২৭ পয়েন্ট বেড়ে ১২৩৪.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭১টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ব্র্যাক ব্যাংক, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, ট্রাস্ট ব্যাংক, রেনেটা, স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, মিডল্যান্ড ব্যাংক ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, সেন্ট্রাল ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলী মি. ফা., সোনার বাংলা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল ও জনতা ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ম্যারিকো বাংলাদেশ, স্যালভো কেমিক্যাল, তৌফিকা ফুড, কে এন্ড কিউ, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিক, হামী ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা ও ওরিয়ন ফার্মা।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৫৬৭৫২৩০৬৬৩২.০০।