আনসারের ছদ্মবেশে যারা এসেছিলো তাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা: আইন উপদেষ্টা

Posted on August 26, 2024

কর্পোরট সংবাদ ডেস্ক: আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ের সামনে আনসারের ছদ্মবেশে যারা এসেছিলো তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর শারীরিক অবস্থা অনেকটা ভালো। হাসনাত ছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী এবং পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের সুচিকিৎসায় সব রকমের সহযোগিতা করা হবে।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং হাসপাতালের পরিচালক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, আহতদের সুচিকিৎসায় সব রকমের সহযোগিতা করবে অন্তবর্তী সরকার।