কর্পোরট সংবাদ ডেস্ক: এস আলমমুক্ত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিআরপিডি) মো. হারুন-অর-রশিদ সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও প্রজ্ঞাপনে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে জন্য চার স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছেন। তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান, টার্টার্ড একাউন্টেন্ট মো. আবদুস সালাম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ https://corporatesangbad.com/479956/ |