মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে "বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের আইনা হিসেবে এগিয়ে যাবে" স্লোগানে প্রচারিত জাতীয় ইংরেজী দৈনিক দ্যা ডেইলি মেসেঞ্জার পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল শৈবাল'র সাগরিকা রেস্তোঁরায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ইফতারের আয়োজন করা হয়।
দ্যা ডেইলি মেসেঞ্জার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ,
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম. ফেরদৌস ইসলাম, কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, দৈনিক সকালের কক্সবাজারের প্রকাশক ও সম্পাদক ও মানব কণ্ঠের কক্সবাজার প্রতিনিধি ফরহাদ ইকবাল, টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হাসিম, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি শাজাহান চৌধুরী শাহীন, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, দৈনিক সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দীন, কক্সবাজার সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, খবরের কাগজের জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন, দৈনিক সকালের সময়ের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি মহিউদ্দীন মাহী৷ দৈনিক গণকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, গ্লোবাল টিভির কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবির৷
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহেদ, টিটিএন'র স্টাফ রিপোর্টার শাহেদ হোসেন মুবিন, মতিউর রহমান, একরাম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নতুন ইংরেজী পত্রিকা হিসেবে দ্যা ডেইলি মেসেঞ্জার অনেক ভাল করেছে৷ পাঠকের মন জুড়ানো নিউজ করতেছে৷ যার কারণে এতগুলো পত্রিকার মধ্যে সকলের সময় খুব কম সময়ের মধ্যেই মানুষের কাছে হয়ে উঠেছে প্রিয় দৈনিক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজারে 'দ্যা ডেইলি মেসেঞ্জার' পত্রিকার বর্ষপূর্তি উদযাপন https://corporatesangbad.com/75910/ |