রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের এক পরিচালক ৪ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইনটেক লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম চৌধুরী ৪ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ডিএসইর পাবলিক বা ব্লক মার্কেট থেকে বিদ্যমান বাজার দরে তিনি ঘোষিত শেয়ার ক্রয় করবেন।
তথ্য অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ২৯.৯৯ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৩৪ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ০.২ শতাংশ শেয়ার এবং বাকি ৬০.৬৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২২.২০ টাকা থেকে ৪৪.৮০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ২৪.১০ টাকা, ওপেনিং দর ছিল ২৪.৯০ টাকা এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আজকের দিনে দর উঠানামা করেছে ২৩.৬০ টাকা থেকে ২৫.০০ টাকার মধ্যে । ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড বর্তমানে জেট ক্যাটাগরিতে অবস্থা করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেয়ার কিনবেন ইনটেকের পরিচালক https://corporatesangbad.com/79930/ |