তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলায় দ্বিতীয় দাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে এক ভাইস-চেয়ারম্যানের প্রার্থীতা বাতিল হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুস সালাম চৌধুরী জানান, ঋণ খেলাপির দায়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চেয়ারম্যান পদে ২ প্রার্থী মো: কামাল হোসেন ও তাজুল ইসলাম তাজের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ হয়েছে, অমিত হাসান সাজু, আমিরুল হোসেন চৌধুরী, মোঃ তুষার আহমদ ও সিতার আহমদ।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় শাহীনা রহমান এর মনোনয়নপত্র বৈধতা পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কামাল ও তাজসহ সদর উপজেলায় ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ https://corporatesangbad.com/80084/ |