রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি টায়ার-২ এর মূলধনভিত্তি শক্তিশালী করতে বাজারে বন্ড ইস্যু করবে। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে , প্রস্তাবিত নতুন এ বন্ডের নাম হবে ‘আইবিবিপিএলসি ফিফথ মুদারাবা রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড।’ ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ১০০০ কোটি টাকা সংগ্রহ করবে।
জানা যায়, বন্ডটি হবে আনসিকিউরড রিডিমেবল নন-কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড। অর্থাৎ বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। এছাড়া এটি হবে শরীয়াহভিত্তিক বন্ড। এই বন্ডের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। বরং মুদারাবা নীতিমালার ভিত্তিতে বন্ডের বিপরীতে মুনাফা দেওয়া হবে।
তথ্য মতে, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ডটি ইস্যু করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। উল্লেখ্য, ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬০ টাকা থেকে ৩৩.২০ টাকায়। গতকাল সমাপনী শেয়ার দর ছিল ৩২.৬০ টাকা, ওপেনিং দর ছিল ৩২.৬০ টাকা, এবং আজকের দিনে দর উঠানামা করেছে ৩২.৬০ টাকা থেকে ৩২.৬০ টাকার মধ্যে। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ইসলামী ব্যাংক লিমিটেড বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থা করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মূলধনভিত্তি শক্তিশালী করতে বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক https://corporatesangbad.com/80224/ |