নিজস্ব প্রতিবেদক: আগামী মে মাসের শুরুতেই সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মে মাসের ২ তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। এই সময়ে হতে পারে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখি ঝড়ও।
আবাহাওয়াবিদ ওমর ফারুক আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মে মাসের শুরু থেকেই অর্থাৎ ২ তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করতে পারে। কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসতে পারে।
সেই সঙ্গে মে মাসের শুরু থেকে সারা দেশে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখি ঝড় হতে পারে বলেও এই আবহাওয়াবিদ জানান। তিনি বলেন, এই সময়ে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কম হতে পারে। বৃষ্টিপাত না হলেও ওইসব অঞ্চলের তাপমাত্রাও কিছুটা কমে যাবে।
আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
এদিকে, চলমান তাপপ্রবাহ চলতি মাস জুড়েই থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা https://corporatesangbad.com/80406/ |