রাব্বি : পুঁজিবাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পরিচালক ড. জাহানারা আরজু ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক বা ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
গত এক বছরে কোম্পানিটির দর উঠানামা হয়েছে ৩৫.৮০ টাকা থেকে ৬৪.২০ টাকা। ২৫-৪-২০২৪ এ সমাপনী দর ছিল ৫১.৫০ টাকা , ওপেনিং দর ছিল ৫১.৫০ টাকা এবং ঐ দিনে দর উঠানামা হয়েছে ৫১.১০ টাকা থেকে ৫১.৯০ টাকার মধ্যে । ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা https://corporatesangbad.com/80741/ |