তিমির বনিক, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কুলাউড়ায় আবারও কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে।
শনিবার (২৭ এপ্রিল) রাতের এই ঝড়ের তাণ্ডবে উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল মধ্যরাতের ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ সচল করতে রাতেই ৫টি টিম তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে।
জানা গেছে, শনিবার রাত ৯টার পর উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়বৃষ্টি শুরু হলে এসব এলাকায় বিদ্যুতের লাইন ও খুঁটি ভেঙে পড়ে। এ কারণে উপজেলা, হাসপাতাল, কাদিপুর, ব্রাহ্মণবাজার, সিরাজনগর, নার্সারি ও ঘাগটিয়াসহ বিদ্যুতের ৭টি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
কুলাউড়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ দ্রুত সচল করতে ৫টি টিম কাজ করছে। আশাকরি রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড অন্ধকারে কুলাউড়া https://corporatesangbad.com/80798/ |