পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৮৬টির দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের।
আজ সোমবার ( ২৯ এপ্রিল) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ।
আর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরটরিজের দর বেড়েছে ৯.৪৯ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৭.৪৩ শতাংশ, সিএন্ডএ টেক্সটাইলের ৬.৮৫ শতাংশ, আরএন স্পিনিং মিলসের ৬.০৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.৮৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫.৪৮ শতাংশ এবং তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেডের ৫.৪১ শতাংশ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর বৃদ্ধির শীর্ষে জেএমআই সিরিঞ্জ https://corporatesangbad.com/81050/ |