স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক

Posted on May 14, 2024

নিজস্ব প্রতিবেদক : সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় দেড় মাস পর এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনসহ ২৩ নাবিক স্বজনদের কাছে ফিরেছেন। মঙ্গলবার (১৪ মে) বিকেল ৩টা ৪৩ মিনিটে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছেছে ২৩ নাবিক বহনকারী জাহাজ ‘এমভি জাহান মণি’।

জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার পর নাবিকদের কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। সেই দিনের অবসান হলো মঙ্গলবার দুপুরে। নাবিকদের দেখা পেতে স্বজনেরা বন্দর জেটিতে ভিড় করেছিলেন। তাদের কারও হাতে ছিল ফুল, কারও হাতে কেক। এক মাস আগে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পেলেও এত দিন নাবিকদের দেখা পাননি স্বজনেরা। এমভি আবদুল্লাহ জাহাজটি আরব আমিরাত ঘুরে চট্টগ্রামে আসার পর প্রথমবার নাবিকদের দেখা পেলেন স্বজনেরা। নাবিকদের চট্টগ্রাম পৌঁছানো উপলক্ষে বন্দরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর তারা নিজ নিজ বাড়ি ফিরবেন।

এর আগে গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে এমভি আবদুল্লাহ।

জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত জানান, কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। মঙ্গলবার জাহাজটিতে যোগ দিয়েছেন নতুন ২৩ নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসেন পুরানো ২৩ নাবিক। তাদেরকে বোটে করে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানেই স্বজনদের সঙ্গে তারা মিলিত হন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় তারা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে। সেখান থেকে রওনা দেয়ার পর গত শনিবার (১১ মে) জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে।