গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Posted on May 20, 2024

নিজস্ব প্রতিবেদক : জমজমাট আয়োজনে পালিত হল ঢাকার অন্যতম ইংলিশ মিডিয়াম স্কুল গ্রীন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয বর্ষে পদার্পণ অনুষ্ঠান। শুক্রবার (১৭ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন এই স্কুলটি সেজেছিল ভিন্ন সাজে।

অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে বর্ষপূর্তি উপলক্ষে চলতি সেশনে শিক্ষার্থী ভর্তিতে ৫০ ভাগ ছাডরে ঘোষণা দেওযা হয এবং নবনির্বিত লাইব্রেরি, ল্যাব এবং স্পোর্টস জোন উদ্বোধন করা হয।

অনুষ্ঠানের শুরতেই অতিথিদের বরণ করে নেওযা হয। এতে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ কারিকুলাম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং মোটিভেশনাল স্পিকার ড. মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিডস প্যারাডাইসের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) সৈযদ গোলাম ওযাদুদ, স্কুলের উপদেষ্টা এ এইচ রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেযারম্যান মোহাম্মদ তৈযবুর রহমান।

অনুষ্ঠানে গল্পকন্যা রেহনুমা আফরীন মালিহার গত বইমেলায প্রকাশিত 'দুষ্ট মিষ্টি মালিহার গল্প' বইটি কিডস প্যারাডাইসের সৌজন্যে স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয এবং স্কুলের পক্ষ থেকে মালিহাকে সম্মাননা স্মারক প্রদান করা হয।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইংলিশ মিডিযাম স্কুলের শিক্ষা বিশ্বমানের। আমাদের মেধাবী সন্তনরা বিশ্বের বিভিন্ন দেশে তাদের মেধার স্বাক্ষর রাখছেন। তবে শিক্ষার্থীদের পডাশোনায অধিক মনোযোগী হতে হবে। অভিভাবকদের সচেতন হবার পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে পডাশোনার মান ধরে রাখার বিষযটিতে জোর দিতে হবে।