পুঁজিবাজার ডেস্ক ; সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৯ কোটি ৮৩ লক্ষ ৮৮ হাজার ৯৭৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫০ কোটি ৭৯ লক্ষ ৯৮ হাজার ২৯ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.১৮ পয়েন্ট বেড়ে ৫০৮৩.২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯.১৩ পয়েন্ট বেড়ে ১৮১২.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.১৪ পয়েন্ট বেড়ে ১১০০.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার, তৌফিকা ফুড, সী পার্ল বীচ, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা ও বিএটিবিসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সমতা লেদার, গ্লোবাল হেভী কেমিক্যাল, রাহিম টেক্সটাইল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, ইউনিলিভার, লিগ্যাসী ফুটওয়্যার, সেনা কল্যান ইন্স্যুরেন্স ও তাক্কাফুল ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, রেনউইক যজ্ঞেশ^র, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, সোনালী পেপার, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, ফারইস্ট ফাইন্যান্স ও ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩০৩৪৯২৫৬০৩২০.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে লেনদেন শেষ https://corporatesangbad.com/89873/ |