![]() |

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডেপুটি কোম্পানি সচিব শারমিন আক্তারকে কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন। সম্প্রতি তার নিয়োগ কার্যকর হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা যা ২০২৩ সাল হয়েছিল ৪৯ টাকা ৮৯ পয়সা, ২০২২ সালে ছিল ৬০ টাকা ৬৪, ২০২১ সালে ছিল ৪৩ টাকা ৮০ পয়সা ও ২০২০ সালে ছিল ৪৩ টাকা ৯৪ পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ১২৬ টাকা ৮৩ পয়সা যা ২০২৩ সালে ছিল ১২২ টাকা ২১ পয়সা, ২০২২ সালে ছিল ১৩৯ টাকা ৬০ পয়সা, ২০২১ সালে ছিল ১২২ টাকা ৮৯ পয়সা ও ২০২০ সালে ছিল ১২৩ টাকা ০৮ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৫২০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৩০০ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ২৪০ শতাংশ নগদ, ২০২১ সালে ৪৪০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৭৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৯ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ জুন, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৯২.৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.৫ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .১১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩.৫৯ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২১০১ টাকা থেকে ৩৩৭০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২৫১৫.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২৫১৫.১ টাকা এবং সর্বশেষ লেনদেনের দর ছিল ২০২৫.২। ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইউনিলিভার কনজ্যুমারে কোম্পানি সচিব নিয়োগ https://corporatesangbad.com/518832/ |