ইউনিয়ন ক্যাপিটালের ক্রেডিট রেটিং সম্পন্ন

Posted on December 11, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসসি সূত্রে জানা গেছে।
সূত্র মতে, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিডেট। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এর দীর্ঘমেয়াদে ‘বিবিবি-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-৪’। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে -৩৫.১৭ টাকা যা ২০২২ সালে ছিল -১১.৯৫ টাকা, ২০২১ সালে ছিল -৮.০৩ টাকা, ২০২০ সালে ছিল -৩.০৮ টাকা ও ২০১৯ সালে ছিল -৬.১৩ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ছিল -৫১.০৩ টাকা যা ২০২২ সালে ছিল -১৫.৮৬, ২০২১ সালে ছিল-৩.৯১, ২০২০ সালে ছিল ৪.১২ ও ২০১৯ সালে ছিল ৭.২১ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০১৮ সালে ৫% স্টক, ২০১৭ সালে ৫% স্টক, ২০১৬ সালে ১০% স্টক, ২০১৫ সালে ৫% নগদ ও ৭% স্টক ও ২০১৪ সালে ১০% স্টক লভ্যাংশ দিয়েছে।