পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং মিলস পিএলসির নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা তুলা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের কারণে অধিকাংশ যন্ত্রপাতি পুড়ে য়ায়। যেমন ব্লো রুম, কার্ডিং ড্রইং, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদাম। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জাহিন স্পিানংয়ের শেয়ার প্রতি লোকশান হয়েছে ৭ পয়সা যা আগের বছরের একই সময়ে ছিল ৮ পয়সা। গত ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৩ টাকা ৯৬ পয়সা যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে দাঁড়িয়েছে ৩ টাকা ৮৯ পয়সায়। এছাড়া কোম্পানিটি ২০২৩-২০২৪ হিসবি বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বরে বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অগ্নিকান্ডের কারণে জাহিন স্পিনিংয়ের উৎপাদন বন্ধ https://corporatesangbad.com/496189/ |