![]() |

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের ষষ্ঠ কার্যদিবস বৃহস্পতিবার (২২, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১ টি কোম্পানির মধ্যে ২০০ কোম্পানির শেয়ারদর কমেছে। এদের মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮.৪০ শতাংশ কমে হ্রাসকৃত মূল্য হয়েছে ১২ টাকা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দরপতনের এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৭৮ শতাংশ।
এবং গতদিনের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বা ২০ পয়সা মূল্য কমে এ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড।
এদিন ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে স্কয়ার নিট কম্পোসিট পিএলসির ৫.২৪ শতাংশ হয়েছে কমে হয়েছে ২১ টাকা ৭০ পয়সা, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি পিএলসির ৪.৬৯ শতাংশ কমে হয়েছে ৩০.৫ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৩.৬৫ শতাংশ কমে হয়েছে ২৬ টাকা ৪০ পয়সা, বীচ হ্যাচারি লিমিটেডের ৩.৪০ শতাংশ কমে হয়েছে ৪৫ টাকা ৪০ পয়সা, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৩৯ শতাংশ কমে হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের ৩.১৯ শতাংশ কমে হয়েছে ৪৫ টাকা ৫০ পয়সা এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ৩.০৩ শতাংশ কমে হয়েছে ৩ টাকা ২০ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| ইউনাইটেড ফাইন্যান্সের সর্বোচ্চ দর পতন https://corporatesangbad.com/511931/ |