সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরির সময় বাধা দেওয়ায় ঘটনায় মা নিহত, ছেলে আহত। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পঞ্চ সারোটিয়া গ্রামের আমির চানের বাড়িতে থাকা গুরুর খামারে গরু চুরির সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর চোরদের চুরির কাজে ব্যবহৃত মসিমন গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে সকালে পুলিশ তা জব্দ করে।,
নিহত সেলিনা বেগম সদর উপজেলার পঞ্চসারোটিয়া গ্রামের আমির চানের স্ত্রী। আহত হয়েছে তার ছোট ছেলে জুবায়ের।,
নিহতের স্বজন সাইফুল ইসলাম রিপন জানান, রাতে কে বা কাহারা নসিমন ফুডফুডি গাড়ি নিয়ে গরুর খামারে চুরি করতে আসে। এ সময় নিহতের ছেলে বুঝতে পেড়ে খামারে গেলে তাকে বেধরম মারধর করে। এসময় তা মা বাধা দিলে তাকে হত্যা করে পালিয়ে যায়। এসময় তার ছেলে ও বাবার চিৎকারে আসেপাশের লোকজন জর হয়। পরে চুরির সময় তাদের চুরির কাজে ব্যবহৃত নসিমন ফুডফুডিটি রেখে তারা পালিয়ে যায়।,
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে আনছে। বিস্তারিত ঘটনা কি ঘটছে তার খোজ নেওয়া হচ্ছে।,
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে গরু চুরি বাধা দেওয়ায় মা নিহত, ছেলে আহত https://corporatesangbad.com/9961/ |