Corporate Sangbad | Online Bangla NewsPaper
তথ্য-প্রযুক্তি

এবার চাকরি হারাচ্ছেন ফিলিপসের ৬ হাজার কর্মী

অনলাইন ডেস্ক : নতুন বছরে ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল ফিলিপস। চাকরি হারাতে চলেছেন ৬ হাজার কর্মী। সংস্থায় এখন মোট যতজন কর্মী রয়েছেন, তার ৫ শতাংশের উপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে।

বৈদ্যুতিন সরঞ্জামের জগতে একসময়ে অতি পরিচিত নাম নাম ছিল Philips। বাজারে কার্যত একচেটিয়া আধিপত্য ছিল সংস্থাটির। কিন্তু প্রতিযোগিতার মুখে সেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এই ফিলিপস গোষ্ঠীরই একটি সংস্থা চিকিৎসার সরঞ্জাম তৈরি করছিল। কিন্তু সেই সংস্থাটিও এবার বিপুল আর্থিক ক্ষতি মুখে পড়ল। পরিস্থিতি এমনই যে, সংস্থাটিকে ফের লাভজনক করার জন্য় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হল।

ফিলিপস চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার তরফে এক বিবৃতিকে জানানো হয়েছে, তাদের তৈরি স্লিপ অ্যাপনিয়ার ভেন্টিলেটর ব্য়বহার করলে রোগীদের ক্ষতি হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর যেমন ভেন্টিলেটরের বিক্রি কমেছে, তেমনি নেতিবাচক প্রভাব পড়েছে সংস্থার বাজারমূল্যেও। এমনকী, নয়া ভেন্টিলেটর বাজারে এনে লাভ হয়নি।

এর আগে, গত বছরের অক্টোবরে কর্মী ছাঁটাইয়ের করেছিল ফিলিপস। তখন একধাক্কায় ছাঁটাই করে দেওয়া হয়েছিল চার হাজার কর্মী। বস্তুত, সেসয়মই আরও কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত মিলেছিল। চলতি মাসে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছে Microsoft-ও। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

একসঙ্গে ২৫০ জনকে মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

গেমারদের জন্য ফায়ার বোল্টের পডস নিনজা ৬০১

অ্যানড্রয়েড ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহার বাধ্যতামূলক নয়: মোস্তাফা জব্বার

আরো খবর »

মহাকাশে নভোচারীরা কী খায়, কীভাবে খায়

উজ্জ্বল হোসাইন

চাঁদের নিচে আলোর বিন্দু আসলে কী?

উজ্জ্বল হোসাইন

সর্বাধুনিক আপগ্রেড সহ ‘চ্যাম্পিয়ন’ সি সিরিজের নতুন ফোন নিয়ে আসছে রিয়েলমি

Tanvina