পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি

Posted on January 30, 2023

পটুয়াখালী প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন সম্মর্কিত একটি প্রকল্পের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানী’কে কর্তব্যরত অবস্থায় জনৈক সাহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদারী নামধারীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালী এলজিইডি কার্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলজিইডির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সোমবার বিকাল ৪টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য জানান, এলজিইডি পটুয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মহির উদ্দিন শেখ, পটুয়াখালী অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ নুর-উস-সামস, সিনিয়র সহকারী প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস, সহকারী প্রকৌশলী মেজবাউল আলম। এসময় এলজিইডির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন এবং নির্বাহী প্রকৌশলীদের ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা প্রদানেরও দাবী জানান।